পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী l SBNつ করিয়া রছিলেন। অনন্তর মৃদুস্বরে বলিলেন মুনারি । এই ভূমণ্ডলে বয়স ও আকৃতির অবিসম্বাদী কৰ্ম্ম করিয়া কেহ নিন্দাম্পদ হয় না। কিন্তু তুমি তাহার বিপরীত কৰ্ম্ম করিতেছ। তোমার নবীন বয়স, কোমল শরীর ও শিরীষকসুমের ন্যায় মুকুমার অবয়ব। এ সময় তোমার তপস্যার সময় নয়। মৃণালিনীর তুহিনপাত যেরূপ সাংঘাতিক, তোমার পক্ষে তপস্যার আড়ম্বর সেইরূপ । তোমার মত নবযুবতীর যদি ইন্দ্রিয়সুখে জলাঞ্জলি দিয়া তপস্যায় অন্তরক্ত হয়, তাহা হইলে, মকরকেতুর মোহন শর কি কার্যকর হইল ? শশধরের উদয়, কোকিলের কলরব, বসন্তকালের সমাগম ও ধর্ম ঋতুর আড়ম্বরের কি ফলোদয় হুইল ? বিকসিত কমল, কুসুমিত উপবন ও মলয়ানিল কি কৰ্ম্মে লাগিল ? ১৩ দেব পুণ্ডরীকের সেই দারুণ ঘটনাবধি আমি সকল বিনয়েই নিরুৎমুক ও নিষ্কৌতুক ছিলাম। ব্রাহ্মণকুমারের কথা অগ্নিশিখার জায় আমার গাত্র দাহ করিতে লাগিল । তাহার কথা সমাপ্তি না হইতেষ্ট বিরক্ত হইয়া তথা হইতে উঠিয়া গেলাম। দেবতাদিগের অর্চনার নিমিত্ত কুমুম তুলিতে লাগিলাম। তথা হইতে তরলিকাকে ডাকিয়া কহিলাম ঐ দুৰ্ব্বত্ত ব্রাহ্মণকুমারের অসঙ্গত কথা ও কুৎসিত ভাবভঙ্গি দ্বারা বোধ হইতেছে উহায় অভিপ্রায় ভাল নয়। উহাকে বারণ কর, যেন আর এখানে না আইসে। যদি আইসে ভাল হইবে না। তরলিকা ভয়প্রদর্শন ও তজ্জনগঞ্জনপূর্বক বারণ করিয়া কহিল তুমি এখান হইতে চলিয়া যাও, পুনৰ্ব্বার আর আসিও না। সেই হতভাগ্য সে দিন ফিরিয়া গেল বটে ; কিন্তু আপন সঙ্কল্প একবারে পরিত্যাগ করিল না। একদা নিশীথসময়ে চন্ত্রেীদয়ে