পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী ইহ উৎকৃষ্ট বিবেচিত হওয়ার হেয়ার সাহেবের প্রাইজ ফও হইতে তিনি পুরস্কৃত হইয়াছিলেন । সেই সময়ের নারীজাতির অবস্থা —তাহদের শিক্ষা, দীক্ষা, সাধনা,--রীতি, নীতি, আচরণ,— কৌলিন্ত, বহুবিবাহ, বিধবাগণের অবস্থা,—স্ত্রীশিক্ষা-সম্বন্ধে শাস্ত্রকারগণের বিধান, ইংলণ্ডের বিদুষী মহিলাগণের দৃষ্টান্ত,—স্ত্রীগণের পাঠ্যপুস্তক কিরূপ হওয়া উচিত, তাহদের উপযোগী আদর্শ বিদ্যালয় এবং কয়েকজন হিন্দু মহিলার বিবরণ প্রভৃতি স্ত্রীবিষয়ক বহু জ্ঞাতব্য বিষয় এই পুস্তিকায় যোগ্যহস্তে প্রমাণ-প্রয়োগ-সহ আলোচিত হইয়াছিল । ইহার ভাষা কিঞ্চিৎ সংস্কৃতানুগ বটে, কিন্তু উৎকটসমাস-বহুল নহে । তারাশঙ্করের দ্বিতীয় গ্রন্থ ‘কাদম্বরী’ ১৮৫৪ খৃষ্টাব্দে মুদ্রিত হয়। আমার শ্রদ্ধেয় সুহৃৎ শ্ৰীযুক্ত অমরেন্দ্রনাথ রায়ের নিকট হইতে ইহার চতুর্থ সংস্করণের একখণ্ড পুস্তক পাইয়াছি। এখানি ১৮৫৮ খৃষ্টাব্দে মুদ্রিত হইয়াছিল । ইহা হইতে বুঝিতে পারা যায়, গ্রন্থকারকে চার বৎসরের মধ্যে চারটি সংস্করণ প্রকাশিত করিতে হইয়াছিল। এই চতুর্থ সংস্করণ প্রকাশিত হইবার সময়ে তিনি জীবিত ছিলেন। এই সংস্করণের নাম-পরিচায়ক পৃষ্ঠা ( title-page ) যথাস্থানে অবিকল মুদ্রিত হইল। পূৰ্ব্বেই বলিয়াছি, তারাশঙ্কর যৌবনের সীমায় উপনীত হইয়াই মারা যান। সম্ভবতঃ কাদম্বরীর পঞ্চম সংস্করণ যখন প্রকাশিত হয়, তখন তিনি জীবিত ছিলেন না। এই চতুর্থ সংস্করণে গ্রন্থকার