পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SJ90 কাদম্বরী । মদলেখা গন্ধৰ্ব্বনগর হইতে প্রত্যাগত হইয়া কহিল ভর্তুদারিকে । তোমার অভীষ্ট সিদ্ধি হইয়াছে। মহারাজ ও মহিষী আদ্যোপান্ত সমুদায় শ্রবণ করিয়া সস্নেহে কহিলেন “বংসে কাদম্বরি । চন্দ্রসমীপবৰ্ত্তিনী রোহিণীর ছায় তোমাকে জামাতার পার্শ্ববৰ্ত্তিনী দেখিব ইহা মনে প্রত্যাশা ছিল না। স্বাভিলষিত ভৰ্ত্তাকে স্বয়ং বরণ করিয়াছ, তিনি আবার চন্দ্রমার অবতার, শুনিয়া সাতিশয় আনন্দিত হইলাম। শাপাবসানে জামাতা জীবিত হইলে, র্তাহার সহচারিণী তোমাকে দেখিয়া জীবনের সার্থকতা সম্পাদন করিব । এক্ষণে আকাশবাণীর অনুসারে ধৰ্ম্ম কৰ্ম্মের অনুষ্ঠান কর। যাহাতে পরিণামে শ্রেয় হয়, তাহার উপায় দেখ।” মদলেখার মুখে পিতা মাতার স্নেহসম্বলিত মধুর বাক্য শুনিয়া কাদম্বরীর উদ্বেগ দূর হইল। ১৩ ক্রমে বর্ষাকাল গত ও শরৎকাল আগত হইল। মেঘের অপগমে দিষ্মগুল যেন প্রসারিত হইল। মাৰ্ত্তণ্ড প্রচণ্ড কিরণ দ্বারা পঙ্কময় পথ শুষ্ক করিয়া দিলেন। নদ, নদী, সরোবর ও পুষ্করিণীর কলুষিত সলিল নিৰ্ম্মল হইল। মরালকুল নদীর সিকতাময় পুলিনে মুমধুর কলরব করিয়া কেলি করিতে লাগিল। গ্রামসীমায় পিঞ্জর কলমমঞ্জরী ফলভরে অবনত হইল। শুক শারিক প্রভৃতি পক্ষিগণ ধান্তশীর্ষ মুখে করিয়া শ্রেণীবদ্ধ হইয়া গগনের উপরি ভাগে অপূৰ্ব্ব শোভা বিস্তার করিল। কাশকুসুম বিকসিত হইল। ইন্দ্রীবর, কল্লার, শেফালিকা প্রভৃতি নানা কুমুমের গন্ধযুক্ত ও বিশদ বারিশীকর সম্পূক্ত সমীরণ মন্দ মন্দ সঞ্চারিত হইয়া জীবগণের মনে আহলাদ জন্মিয়া দিল। সকল অপেক্ষা শশধরের প্রভা ও কমলবনের শোভা উজ্জল হইল। এই কাল কি রমণীয় ! লোকের গতায়াতের কোন ক্লেশ থাকে না । যে দিকে