পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থ ও গ্রন্থকারের পরিচয় এখন বাণভট্ট-কৃত যে মূল সংস্কৃত গদ্যগ্রন্থ-অবলম্বনে তারাশঙ্কর “কাদম্বরী’ লিথিয়াছেন, সেই মূল-গ্ৰন্থ-সম্বন্ধে কিছু আলোচনা করিব । মহাকবি বাণভট্ট খৃষ্টীয় সপ্তম শতকের সংস্কৃত সাহিত্যের একজন অদ্বিতীয় লেখক । তিনি ছিলেন উত্তর-ভারতের রাজচক্রবর্তী হৰ্ষবৰ্দ্ধন বা দ্বিতীয় শিলাদিত্যের সভাপণ্ডিত। বাণভট্ট তাহার আশ্রয়দাতা ও প্রতিপালক সম্রাট হর্ষবৰ্দ্ধনের জীবন-ইতিহাস হর্ষচরিত’ নামক গ্রন্থ লিখিয়া অমর হইয়া আছেন । বাণভট্টের অন্ততম প্রসিদ্ধ মহাগ্রন্থ 'কাদম্বরী’ । কাদম্বরী বার শত বৎসর পূৰ্ব্বে সংস্কৃত গদ্যে লিখিত হইলেও ইহাকে অপূর্ব ছন্দোবদ্ধ মহাকাব্য বলিয়া অভিহিত করা যাইতে পারে-এমনি ভাষার আড়ম্বর, শব্দের-ছট, বাক্যের ঘট, অলঙ্কারের আধিক্য, ভারের দ্যোতনা, বর্ণনার ভঙ্গিম অৱ লিপিচতুৰ্য্যের মধুরিম। মূল-কাদম্বরী-বিষয়ে বাঙ নিম্পত্তি করিতে যাওয়াও আমার পক্ষে অমার্জনীয় ধৃষ্টতা ও নিবুদ্ধিতা, কেননা আমি সংস্কৃত সাহিত্য কিছুই পড়ি নাই। তবু সভয়ে এইটুকু মাত্র বলিতেছি যে, অনেকের ধারণা সংস্কৃত কাদম্বরী_সমাস-ভারে ভারগ্রক্স-এরং ত্ৰিভঙ্গশব্দ-সম্পদের আতিশয্যে প্রপীড়িত বলিয়া অল্প-স্বল্প-সংস্কুজ্ঞানী _লোকের পক্ষে সম্পূর্ণ দুৰ্ব্বোধ। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভ্ৰমাত্মক। একখানি অভিধানের সাহায্যে অনায়াসে-অক্লেশে আমিও এই গ্রন্থ পাঠ করিয়া ইহার রস, ইহার মাধুৰ্য্য, ইহার সুষমা উপভোগ করিতে পারি, কেননা গ্রন্থ বিপুলায়তন হইলেও, সমস্ত পদগুলি সময়ে সময়ে দুই-তিন-পঙক্তিব্যাপী হইলেও, অধিকাংশ বাক্যগুলি পাচ-সাত