পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कांनब्बद्धो ? ዄግግ তুমি তাহার নিকটে যাও। যত দিন আরন্ধ কৰ্ম্ম সমাপ্ত না হয় তাবৎ তাহাকে জাবালির আশ্রমে থাকিতে কহিও । তোমার মাত লক্ষ্মী দেবীও সেই কৰ্ম্মে ব্যাপৃত আছেন। তিনিও আশীৰ্ব্বাদ প্রয়োগপূর্বক উহাই বলিয়া দিলেন। কপিঞ্জল এই কথা বলিয়া দুঃখিতচিত্তে আমার গাত্র স্পর্শ করিতে লাগিলেন। আমিও তাহার ঘোটক রূপ ধারণের সময় যে যে ক্লেশ হইয়াছিল তাহার উল্লেখ করিয়া দুঃখ প্রকাশ করিতে লাগিলাম। মধ্যাহ্নকাল উপস্থিত হইলে কপিঞ্জল আহারাদি করিয়৷ সৰ্থে ! যাবৎ সেই কৰ্ম্ম সমাপ্ত না হয় তাবৎ এই স্থানে থাক। আমিও সেই কৰ্ম্মে ব্যাপৃত আছি, শীঘ্র আমাকে তথায় যাইতে হইবেক, চলিলাম বলিয়া বিদায় হইলেন। দেখিতে দেখিতে অন্তরীক্ষে উঠিলেন ও ক্রমে অদৃষ্ঠ হইলেন। ৩ হার্যত যত্বপূৰ্ব্বক আমার লালন পালন করিতে লাগিলেন। ক্রমে বলাধান হইল এবং পক্ষেপ্তেদ হওয়াতে গমন করিবার শক্তি জন্মিল। একদা মনে মনে চিন্তা করিলাম, এক্ষণে উড়িবার সামর্থ্য হইয়াছে, একবার মহাশ্বেতার আশ্রমে যাই। এই স্থির করিয়া উত্তর দিকে গমন করিতে লাগিলাম । গমন করা অভ্যাস ছিল না, সুতরাং কিঞ্চিৎ দূর যাইয়াই অতিশয় শ্রান্তিবোধ ও পিপাসায় কণ্ঠশোষ হইল। এক সরোবরের সমীপবৰ্ত্ত জন্থনিকুঞ্জে উপবেশন করিয়া শ্রান্তি দূর করিলাম। মুম্বাদু ফল ভক্ষণ ও সুশীতল জল পান করিয়া ক্ষুৎপিপাসা শান্তি হইলে, নিদ্রাকর্ষণ হইতে লাগিল। পক্ষপুটের অন্তরালে চঞ্চুপুট নিবেশিত করিয়া মুখে নিদ্রা গেলাম। জাগরিত হইয়া দেখি জালে 8 ર