পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী । جا سيSt তোমার পুত্রকে তথায় বদ্ধ করিয়া রাখ এবং যাহাতে অনুতাপ হয় এরূপ শিক্ষা দিও। কি জানি যদি কৰ্ম্মদোষে আবার তিৰ্য্যগজাতি অপেক্ষাও অন্ত কোন নীচ জাতিতে পতিত হয়। দুষ্কর্শ্বের অসাধ্য কিছুই নাই। আমি মহৰ্ষির বচনানুসারে উহাকে বদ্ধ করিয়া রাখিয়াছিলাম। অদ্য কৰ্ম্ম সমাপ্ত হইয়াছে এই নিমিত্ত তোমাদিগের পরস্পর মিলন করিয়া দিলাম। এক্ষণে জরামরণাদিদুঃখসস্কুল এই দেহ পরিত্যাগ করিয়া আপন আপন অভীষ্ট বস্তু লাভ কর, এই বলিয়া লক্ষ্মী অস্তৰ্হিত হইলেন । ৮