পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টীকা ও টিপ্পনী సిసారి পিতৃ আজ্ঞা—সদ্ধি করা হয় নাই লক্ষণীয়। কিঞ্চিৎ কাল— কিয়ং কাল, কিছু দিন ; এখন “কিঞ্চিৎ শব্দ কালের বিশেষণরূপে ব্যবহৃত হয় না। বিধুর—কাতর, বিমূঢ়। সপ্ততাল—সাতটি তাল গাছ। শাম্মলী—লি-শিমুল গাছ। অজগর—অজ+গর (গ+ অন)=যে ছাগল ভক্ষণ করে ; বৃহৎ সর্প, বোড়া সাপ ; “অজাগর’ ভুল ; এখানে সপের বিশেষণ । বৃহৎ এক...... রহিয়াছে— উৎপ্রেক্ষা ; পর পর তিনটি বাক্যই উৎপ্রেক্ষা অলঙ্কারের দৃষ্টান্ত। একবারে—একসঙ্গে। প্রাচীন—ইহার বিপরীতাৰ্থক শব্দ "আধুনিক’ ; সেইরূপ প্রবীণ ও নবীন। দিবানিশি-সংস্কৃত ব্যাকরণ-দুষ্ট পদ, কিন্তু বাঙ্গালায় ‘নিশি শব্দের ব্যবহার যথেষ্ট পাওয়া যায় : “পাতায় পাতায় পড়ে নিশির শিশির ; সেই জন্ত সংস্কৃতজ্ঞ তারাশঙ্কর “দিবানিশ না লিখিয়া “দিবানিশি লিখিয়াছেন ; নিশা' শব্দও পুস্তকমধ্যে ব্যবহৃত হইয়াছে। আকীর্ণ— দত, আবৃত। পক্ষেপ্তেদ হয় নাই—পাথা উঠে নাই। তৎকালে বোধ হয় যেন, ...••• চলিয়া যাইতেছে-উৎপ্রেক্ষা। চঞ্চুপুট-চষ্ণুপুট-পার্থীর ঠোঁট দুইটি ; পুট = স্বয়, যুগ, জোড়া । ৮ মহীরুহ–মহিরুহ—মহীরুহ –পৃথিবীতে যাহা জন্মায়, বৃক্ষ, গাছ। যথাকথঞ্চিৎ—যে কোন প্রকারে, কষ্টে-স্বষ্টে । ৯ অস্তগত, কোলাহলময়—বিধেয় বিশেষণে স্ত্রীপ্রত্যয় করা হয় নাই লক্ষণীয়। অন্ধকার রূপ ভস্মরাশি.........দূরীকৃত হইলে—কুপক অলঙ্কার । সপ্তর্ষিমণ্ডল...•••••• অবর্তীর্ণ হইলে—সপ্তর্ষি যথা, মরীচি, অত্রি, অঙ্গির, পুলস্ত্য, পুলহ, ক্রতু ও বশিষ্ঠ ; এই সাতটি ঋষি 3 చి