পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টীকা ও টিপ্পনী ২০৫ উহা শরীরের বৈরূপ্য......সম্পাদন করে—জরার দ্বারা লোকে বুদ্ধত্ব প্রাপ্ত হয় এবং শরীর বিরূপ হইয় পড়ে ; কিন্তু সন্ধুপদেশের দ্বারাও লোকে বৃদ্ধত্ব বা জ্ঞানবৃদ্ধত্ব প্রাপ্ত হয় বটে, কিন্তু তাহার শরীরে কোনরূপ বৈলক্ষণ্য লক্ষিত হয় না। তাহারা প্রভুর কতই প্রশংসা করিতে থাকে—এখন এইরূপ বাক্যে “কতই”-এর পরে “না’ শব্দ প্রয়োগ করা রীতি। প্রায় অর্থ হইতে—"প্রায়শঃ’ বা “অধিকাংশ স্থলে’ অথবা ‘প্রায়ই ইত্যাদি আধুনিক প্রয়োগ । ৩ बनथ्रा-टेबनश्च-क्लङ्गतङ, নৈপুণ্য, পাণ্ডিত্য। শীল—চরিত্র, স্বভাব, সৎস্বভাব। নিন্দক-নিন্দুক-নিনাকারী, নিন্দ করা যাহার স্বভাব ; স্ত্রীলিঙ্গে যথাক্রমে নিন্দিকা ও নিন্দুকী। উপহাসাম্পদ, প্রতারণাস্পদ —আস্পদ =আধার, পাত্র, স্থল। রাজারা আপন...পান না-— ‘রাজা পশুতি কর্ণাভ্যামৃ তুলনীয়। বাহ-বহিঃস্থিত, বাহিরের ; বহিস্+ষ্ণ্য, বিশেষণ ; সুতরাং বাহিক’ শব্দ ভুল। প্রজাদিগের প্রতিপালন কর—এখন এইরূপ বাক্যে ষষ্ঠীর পরিবর্তে দ্বিতীয় বিভক্তি প্রয়োগ করা হয়। ৪ অংশক্রমে—আংশিকভাবে, সম্পূর্ণরূপে নহে। মুগন্ধি গন্ধদ্রব্য— এখানে ‘মুগন্ধি' শব্দ ঠিকই প্রয়োগ করা হইয়াছে । ৫ ৫ম পরিচ্ছেদ to ঘনঘটা—মেঘের আড়ম্বর ; ঘন=মেঘ। ঘোষ—শক। করেণুক --হস্তিনী। আঠপত্র-ছত্ৰ, ছাতা । মদগন্ধময়—মদ=হাতীর গণ্ডস্থলাদি হইতে যে ঘৰ্ম্ম নির্গত হয় ; মদগন্ধের দ্বারা ভরপুর। বিশেষ—পার্থক্য, ভিন্নতা। ১ ।