পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- ति বলিয়া আপনাকে জ্ঞান করিও। যুদ্ধই আমার ব্যবসায়, তন্নিমিত্ত আমি এই নিভৃত প্রদেশে বাট নিৰ্ম্মাণ করিয়া বাস করিতেছি । এখান হইতে যখন বহির্গত হই, কেহ সন্ধান পায় না । যখন এখানে ফিরিয়া আসি, কেহ অনুসরণ করিতে পারে না। তুমি নিশ্চিন্ত হইয়া নিঃশঙ্কচিত্তে এই স্থানে বিশ্রাম কর । এখানে সুখসামগ্রী অধিক নাই বটে, কিন্তু এখানে ভয় ও বিপদেরও কোন আশঙ্কা নাই ।” মনে রাখুন :– “পশিলা বীরেন্দ্রবৃন্দ বীরবাহু সহ রণে, যুথনাথ সহ গজযুথ যথা । ঘন ঘনাকারে ধূল উঠিল আকাশে,— মেঘদল আসি যেন আবরিলা রুষি গগনে ; বিদ্যুৎঝলা সম চকমকি উড়িল কলম্বকুল অম্বর-প্রদেশে শনশনে ! ধন্ত শিক্ষা বীর বীরবাহ ! কত যে মরিল অরি, কে পারে গণিতে ?” আর সেই সঙ্গে ভুলিলে চলিবে না – “সখি রে ! বন অতি রমত হইল ফুল-ফুটনে ! পিককুল কলকল, চঞ্চল অলিদল, উছলে সুরবে জল, চল লো বনে । চল লো জুড়াব অ'থি দেখি মধুসূদনে।”