পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী। $3 বঁচিলেও বাচিতে পারে। এই বলিয়া আমাকে ভূতল হইতে তুলিলেন। তাহার করম্পর্শে আমার উত্তপ্ত গাত্র কিঞ্চিৎ মুস্থ হইল। অনন্তর সরোবরে লইয়া গিয়া আমার মুখ উন্নত ও চঞ্চুপুট বিস্তৃত করিয়া অঙ্গুলির অগ্রভাগ দ্বারা বিন্দু বিন্দু বারি প্রদান করিলেন। জল পান করিয়া পিপাসা শান্তি হইল। পরে আমাকে স্নান করাইয়া নলিনীপত্রের শীতল ছায়ায় বসাইয়া রাখিলেন। অনস্তর ঋষিকুমারের স্বানান্তে অৰ্ঘ্য প্রদানপূর্বক ভগবান ভাস্করকে প্রণাম করিলেন এবং আৰ্দ্ৰ বস্ত্র পরিত্যাগ ও পবিত্র নূতন বসন পরিধানপূর্বক আমাকে গ্রহণ করিয়া তপোবনাভিমুখে মন মন্দ গমন করিতে লাগিলেন। ১৬ তপোবন সন্নিহিত হইলে দেখিলাম তত্রস্থ তরু ও লতা সকল কুমুমিত, পল্লবিত ও ফলভরে অবনত হইয়া রহিয়াছে। এলা ও লবঙ্গলতার কুমুমগন্ধে দিক আমোদিত হইতেছে। মধুকর ঝঙ্কার করিয়া এক পুষ্প হইতে অন্ত পুষ্পে বসিয়া মধু পান করিতেছে। অশোক, চম্পক, কিংশুক, সহকার, মল্লিকা, মালতী প্রভৃতি নানাবিধ বৃক্ষ ও লতার সমাবেশে এবং তাহাদিগের শাখা ও পল্লবের পরস্পর সংযোগে মধ্যে মধ্যে রমণীয় গৃহ নিৰ্ম্মিত হইয়াছে। উহার অভ্যন্তরে দিনকরের কিরণ প্রবেশ করিতে পারে না। মহর্ষিগণ মন্ত্রপাঠপূৰ্ব্বক প্রজলিত অনলে ঘৃতাহুতি প্রদান করিতেছেন এবং প্রদীপ্ত অগ্নিশিখার উত্তাপে বৃক্ষের পল্লব সকল মলিন হুইয়া যাইতেছে। গন্ধবহ হোমগন্ধ বিস্তারপূৰ্ব্বক মন্দ মন্দ বহিতেছে। মুনিকুমারের কেহ বা উচ্চৈঃস্বরে বেদ উচ্চারণ কেহ বা প্রশান্তভাবে ধৰ্ম্মশাস্ত্রের আলোচনা করিতেছেন। মৃগকদম্ব নির্ভয়চিত্তে বনের চতুর্দিকে খেলিয়া বেড়াইতেছে। শুকমুখভ্রষ্ট নীবারকণিকা তরুতলে পতিত রহিয়াছে। ১৭