পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శ్రీని কাদম্বরী । আনীত হইল। ঐ ঘোটক এরূপ বলিষ্ঠ ও তেজস্ব যে, দুই বীর পুরুষ উভয় পার্শ্বে মুখের বল্গা ধরিয়াও উন্নয়নের সময় মুখ নিম্ন করিয়া রাখিতে পারে না। এরূপ উচ্চ যে, উন্নত পুরুষেরাও কর প্রসারিত করিয়া পৃষ্ঠদেশ স্পর্শ করিতে পারে না। চন্দ্রপীড় মুলক্ষণসম্পন্ন অদ্ভূত অশ্ব অবলোকন করিয়া অতিশয় বিস্ময়াপন্ন হইলেন। মনে মনে চিন্তা করিলেন অসুর ও দেবগণ সাগর মন্থন করিয়! কি রত্ন লাভ করিয়াছেন ? দেবরাজ ইন্দ্র ইহার পৃষ্ঠে আরোহণ করেন নাই তাহার ত্ৰৈলোক্যাধিপত্যই বিফল। জলনিধি তাহাকে সামান্য উচ্চৈশ্ৰবা ঘোটক প্রদান করিয়া প্রতারণা করিয়াছেন । দেবাদিদেব নারায়ণ যদি ইহাকে এক বার নেত্রগোচর করেন, বোধ হয় পক্ষিরাজ গরুড়ের পৃষ্ঠে আরোহণ জন্য র্তাহার আর অহঙ্কার থাকে না। পিতার কি আধিপত্য ! ত্রিভুবনচুলভ এতাদৃশ রত্ন সকলও তিনি সংগ্ৰহ করিয়াছেন। ইহার আকার ও লক্ষণ দেখিয়া বোধ হইতেছে এ প্রকৃত ঘোটক নয়। কোন মহাত্মা শাপগ্রস্ত হইয়া অশ্বরূপে অবতীর্ণ হইয়া থাকিবেন । ৪ এইরূপ চিন্তা করিতে করিতে আসন হইতে গাত্ৰোখান করিলেন। অশ্বের নিকট উপস্থিত হইয়া মনে মনে নমস্কার ও আরোহণ জন্য অপরাধের ক্ষমা প্রার্থনাপূর্বক পৃষ্ঠে আরোহণ । করিলেন ও বিদ্যালয় হইতে বহির্গত হইলেন। বহিঃস্থিত অশ্বারূঢ় নৃপতিগণ চন্দ্রাপীড়কে দেখিবামাত্র আপনাদনকে কৃতার্থ বোধ করিলেন এবং সাক্ষাৎকার লালসায় ক্রমে ক্রমে সকলেই সম্মুখে আসিতে লাগিলেন। বলাহক একে একে সকলের নাম ও