পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কণদন্ত্ররী। NONඌ ংশের নির্দেশপুৰ্ব্বক পরিচয় দিয়া দিল। রাজকুমার মিষ্ট সম্ভাষণ দ্বারা যথোচিত সমাদর করিলেন। তাহাদিগের সহিত নানাপ্রকার সদালাপ করিতে করিতে মুখে নগরাভিমুখে গমন করিতে লাগিলেন । বন্দিগণ উচ্চৈঃস্বরে সুললিত মধুর প্রবন্ধে স্তুতি পাঠ করিতে লাগিল। ভূত্যেরা চামর ব্যজন ও মস্তকে ছত্ৰধারণ করিল। বৈশম্পায়নও অন্য এক তুরঙ্গমে আরোহণ করিয়া রাজকুমারের পশ্চাৎ পশ্চাৎ চলিলেন । ৫ চন্দ্রাপীড় ক্রমে ক্রমে নগরের মধ্যবৰ্ত্তী পথে সমাগত হইলেন। নগরবাসীরা সমস্ত কাৰ্য্য পরিত্যাগপূর্বক রাজকুমারের সুকুমার আকার অবলোকন করিতে লাগিল । নগরস্থ সমস্ত বাটীর দ্বার উদঘাটিত হওয়াতে বোধ হইল যেন, নগরী চন্দ্রাপীড়কে দেখিবার নিমিত্ত একবারে সহস্ৰ সহস্ৰ নেত্র উন্মীলন করিল। চন্দ্রাপীড় নগরে আসিতেছেন শুনিয়া রমণীগণ অতিশয় উৎসুক হইল এবং আপন আপন আরব্ধ কৰ্ম্ম সমাপন না করিয়াই কেহ বা অলক্তক পরিতে পরিতে কেহ বা কেশ বাধিতে বাধিতে বাটীর বহির্গত হইয়া, কেহ বা প্রাসাদোপরি আরোহণ করিয়া এক দৃষ্টিতে পথ পানে চাহিয়া রহিল। একবারে সোপানপরম্পরায় শত শত কামিনীজনের সন্ত্রমে পাদ নিঃক্ষেপ করায় প্রাসাদমধ্যে এক প্রকার অভূতপূৰ্ব্ব ও অশ্রুতপূর্ব ভূষণশৰ সমুৎপন্ন হইল। গবাক্ষজালের নিকটে কামিনীগণের মুখপরম্পরা বিকশিত কমলের ন্যায় শোভা পাইতে লাগিল । স্ত্রীগণের চরণ হইতে আর্দ্র অলক্তক পতিত হওয়াতে ক্ষিতিতল পল্লবময় বোধ হইল। তাহাদিগের অঙ্গশোভায় নগর লাবণ্যময়, অলঙ্কারপ্রভায় দিশ্বলয় ইন্দ্রায়ুধময়, \ర్తి