পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कृiप्नङ्क्षङ्गौ । جع جية স্থানে কুররী, কোকিল, রাজহংস, চাতক, শিখণ্ডী, শুক, শারিক প্রভৃতি পক্ষিগণের মধুর কোলাহলে পরিপূর্ণ পক্ষিশালা ; কোন স্থানে বেণু, বীণা, মুরজ, মৃদঙ্গ প্রভৃতি নানাবিধ বাদ্যযন্ত্রে বিভূষিত সঙ্গীতশালা ; কোন স্থানে বিচিত্রচিত্ৰশোভিত চিত্রশালিক। শোভা পাইতেছে। কৃত্রিম ক্রীড়াপর্বত, মনোহর সরোবর, মুরম্য জলযন্ত্র, রমণীয় উপবন স্থানে স্থানে রহিয়াছে। অশেষদেশভাষাজ্ঞ, নীতিপরায়ণ, ধাৰ্ম্মিক পুরুষেরা ধৰ্ম্মাধিকরণমন্দিরে উপবেশনপূর্বক ধৰ্ম্মশাস্ত্রের মৰ্ম্মানুসারে বিচার করিতেছেন। সমাগত পুরুষেরা বিবিধরত্নাসনভূষিত সভামণ্ডপে বসিয়া আছেন। কোন স্থানে নর্তকীরা নৃত্য, গায়কেরা সঙ্গীত ও বন্দিগণ স্তুতি পাঠ করিতেছে। জলচর পক্ষী সকল কেলি করিয়া বেড়াইতেছে। বালকবালিকাগণ ময়ূর ও ময়ূরীর সহিত ক্রীড়া করিতেছে। হরিণ ও হরিণীগণ মানুষসমাগমে ত্রস্ত হইয়া ভয়চকিতলোচনে বাটীর চতুৰ্দ্দিকে দৌড়িতেছে। ৭ অনন্তর ছয় প্রকোষ্ঠ অতিক্রম করিয়া সপ্তম প্রকোষ্ঠের অভ্যস্তরে প্রবেশিয়া মহারাজের আবাসগৃহের নিকটবৰ্ত্তী হইলেন। অন্তঃপুত্রপুরন্ধীর রাজকুমারকে দেখিবামাত্র আনন্তিমনে মঙ্গলচরণ করিতে লাগিল। মহারাজ পরিষ্কৃত শয্যামণ্ডিত পৰ্য্যঙ্কে নিন্ম আছেন ; শরীররক্ষাধিকৃত অস্থধারী দ্বারপালের সতর্কতপূৰ্ব্বক প্রহরীর কার্য্য করিতেছে ; এমন সময়ে চক্রাপীড় পিতার নিকটে উপস্থিত হইলেন। মহারাজ ! অবলোকন করুন স্বারপাল এই কথা কহিলে, রাজা দৃষ্টিপাতপূৰ্ব্বক বৈশম্পাঙ্কম সমভিব্যাহারী চন্দ্রাপীড়কে সমাগত দেখিয়া সাতিশয় জানদিষ্ঠ