পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী। 8వి দুই প্রহর, দিনকর গগনমণ্ডলের মধ্যবৰ্ত্তী হইয়া অতিশয় উত্তাপ দিতেছেন ৷ পক্ষিগণ নীরব, বন নিস্তব্ধ, ঘোটক অতিশয় পরিশ্রাস্ত ও ঘৰ্ম্মাক্তকলেবর। আপনিও তৃষ্ণাতুর হইয়াছেন দেখিয়া তরুতলের ছায়ায় অশ্ব বাধিলেন এবং হরিদ্বর্ণ দূৰ্ব্বাদলের আসনে উপবেশনপূর্বক ক্ষণকাল বিশ্রামের পর জলপ্রাপ্তির আশয়ে ইতস্ততঃ দৃষ্টিপাত করিতে লাগিলেন। এক পথে হস্তীর পদচিহ্ন ও মদচিহ্ন রহিয়াছে এবং কুমুদ, কহলার ও মৃণাল ছিন্ন ভিন্ন হইয়া পতিত আছে দেখিয়া স্থির করিলেন গিরিচর করিয়ুৰ্থ এই পথে জল পান করিতে যায়, সন্দেহ নাই। এই পথ দিয়া যাইলে অবশ্য জলাশয় পাইতে পারিব। ৫ অনন্তর সেই পথে চলিলেন। পথের দুই ধারে উন্নত পাদপ সকল বিস্তৃত শাখা প্রশাখা দ্বারা গগন আকীর্ণ করিয়া রহিয়াছে। বোধ হয় যেন, বাহু প্রসারণপূর্বক অঙ্গুলিসঙ্কেত দ্বারা তৃষ্ণাৰ্ত্ত পথিকদিগকে জল পান করিবার নিমিত্ত ডাকিতেছে। স্থানে স্থানে কুঞ্জবন ও লতামগুপ, মধ্যে মধ্যে মন্থণ ও উজ্জল শিলা পতিত রহিয়াছে। নানাবিধ রমণীয় প্রদেশ ও বিচিত্র উপবন দেখিতে দেখিতে কতক দূর যাইয়া বারিশীকরসম্পৃক্ত সুশীতল সমীরণম্পর্শে বিগতরম হইলেন। বোধ হইল যেন, তুষারে অবগাহন করিতেছেন। সরোবর নিকটবৰ্ত্তী হওয়াতে মনে মনে অতিশয় আহলাদ জম্মিল। অনন্তর মধুপানমন্ত মধুকর ও কেলিপর কলহংসের কোলাহলে আস্থত হইয়া সরোবরের সমীপবর্তী হইলেন। চতুর্দিকে শ্রেণীবদ্ধ তরু মধ্যে ত্ৰৈলোক্যলক্ষ্মীর দর্পণস্বরূপ, বসুন্ধরাদেবীর স্ফটিকগৃহস্বরূপ, অচ্ছেদনামক সরোবর §