পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

《용, কাদম্বরী । আহার করিলেন ও সন্ধ্যাকাল উপস্থিত হইলে যথাবিধি সন্ধ্যার উপাসনা করিয়া এক শিলাতলে উপবেশনপূর্বক বিশ্রাম করিতে লাগিলেন । ১১ চন্দ্রাপীড় অবসর বুঝিয় বিনয়বাক্যে কহিলেন ভগবতি । মানুষদিগের প্রকৃতি অতি চঞ্চল, প্রভূর কিঞ্চিৎ প্রসন্নতা দেখিলেই অমনি অধীর ও গৰ্ব্বিত হইয়া উঠে। আপনার অনুগ্রহ ও প্রসন্নতা দর্শনে উৎসাহিত হইয়া আমার অন্তঃকরণ কিছু জিজ্ঞাসা করিতে অভিলাষ করিতেছে। যদি আপনার ক্লেশকর না হয়, তাহা হইলে, আত্মবৃত্তান্ত বর্ণন দ্বারা আমার কৌতুকাক্রান্ত চিত্তকে পরিতৃপ্ত করুন। কি দেবতাদিগের কুল, কি মহৰ্ষিদিগের ফুল, কি গন্ধৰ্ব্বদিগের কুল, কি অঙ্গরাদিগের কুল, আপনি জন্ম পরিগ্রহ দ্বারা কোন কুল উজ্জ্বল করিয়াছেন ? কি নিমিত্ত কুসুমমুকুমার, নবীন বয়সে আয়াসসাধ্য তপস্যায় প্রবৃত্ত হইয়া ছেন ? কি নিমিত্তই বা দিব্য আশ্রম পরিত্যাগ করিয়া এই নির্জন বনে একাকিনী অবস্থিতি করিতেছেন ? তাপসী কিঞ্চিৎকাল নিস্তন্ধ থাকিয়া পরে দীর্ঘ নিশ্বাস পরিত্যাগপূৰ্ব্বক রোদন করিতে আরম্ভ করিলেন। চন্দ্রাপীড় তাহাকে আশ্রমুখী দেখিয়া মনে মনে চিন্তা করিলেন এ আবার কি ! শোক, তাপ কি সকল শরীরকেই আশ্রয় করিয়াছে ? যাহা হউক, ইহার বাষ্পসলিলপাতে আমার আরও কৌতুক জন্মিল। বোধ হয়, শোকের কোন মহৎ কারণ থাকিবেক । সামান্ত শোক এতাদৃশ পবিত্র মূৰ্ত্তিকে কখন কলুষিত ও অভিভূত করিতে পারে না। বায়ুর আঘাতে কি বম্বধ চালিত হয় ? চন্দ্রাপীড় আপনাকে শোকোদীপনহেতু ও