পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ পরিচ্ছেদ _ মহাশ্বেতার আত্মপরিচয় দেবলোকে অপরাগণ বাস করে শুনিয়া থাকিবেন। তাহদিগের চতুর্দশ কুল। ভগবান কমলযোনির মানস হইতে এক কুল উৎপন্ন হয়। দেব, অনল, জল, ভূতল, পবন, অমৃত, স্বৰ্য্যরশ্মি, চন্দ্রকিরণ, সৌদামিনী, মৃত্যু ও মকরকেতু এই একাদশ হইতে একাদশ কুল। দক্ষপ্রজাপতির কন্যা মুনি ও অরিষ্টার সহিত গন্ধৰ্ব্বদিগের সৃমাগমে আর দুই কুল উৎপন্ন হয়। এই সমুদায়ে চতুর্দশ কুল। মুনির গর্তে চিত্ররথ জন্মগ্রহণ করেন। দেবরাজ ইন্দ্র আপন মুহৃন্মধ্যে পরিগণিত করিয়া প্রভাব ও কীৰ্ত্তি বৰ্দ্ধনপূৰ্ব্বক তাহাকে গন্ধৰ্ব্বলোকের অধিপতি করিয়া দেন। ভারতবর্যের উত্তরে কৃিপুরুষবর্ষে হেমকূট নামে বর্ষপৰ্ব্বত র্তাহার বাসস্থান । তথায় তাহার অধীনে সহস্ৰ সহস্র গন্ধৰ্ব্বলোক বাস করে। তিনিই চৈত্ররথ নামে এই রমণীর কানন, অচ্ছেদনামক ঐ সরোবর ও ভবানীপতির এই প্রতিমূৰ্ত্তি প্রস্তুত করিয়াছেন। অরিষ্টার গর্তে হংস নামে জগদ্বিখ্যাত গন্ধৰ্ব্ব জন্ম গ্রহণ করেন । গন্ধৰ্ব্বরাজ চিত্রর ঔদার্য্য ও মহত্ত্ব প্রকাশপূৰ্ব্বক আপন রাজ্যের কিঞ্চিৎ অংশ প্রদান করিয়া তাহাকে রাজ্যাভিষিক্ত করেন। র্তাহারও বাসস্থান হেমকূট। গৌরী নামে এক পরমসুন্দর অন্সর তাহার সহধৰ্ম্মিণী। এই হতভাগিনী ও চিরদুঃখিনী তাহাদিগের একমাত্র