পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রভাত-সঙ্গীত

পড়িল নিয়ম-পাঠশালে
অসীম জগৎ-চরাচর।
শ্রান্ত হয়ে এল কলেবর,
নিদ্রা আসে নয়নে তাহার,
আকর্ষণ হতেছে শিথিল,
উত্তাপ হতেছে একাকার।
জগতের প্রাণ হতে
উঠিলরে বিলাপ-সঙ্গীত,
কাঁদিয়া উঠিল চারিভিত।
পূরবে বিলাপ উঠে, পশ্চিমে বিলাপ উঠে
কঁদিলরে উত্তর দক্ষিণ,
কাঁদে গ্রহ, কা*দে তারা, শ্রান্ত দেহে কাঁদে রবি,
জগৎ হইল শান্তিহীন।

চারিদিক হতে উঠিতেছে
আকুল বিশ্বের কণ্ঠস্বর;—
“জাগ জাগ জাগ মহাদেব,
কবে মোরা পাব অবসর!—
অলঙ্ঘ্য নিয়মপথে ভ্রমি
হয়েছে হে শ্রান্ত কলেবর;
নিয়মের পাঠ সমাপিয়া
সাধ গেছে খেলা করিবারে,

১৫০