পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রভাত-সঙ্গীত


আ-মরি মরি অমনি যদি
ফুলের মত চাহিতে পারি।
বিমল প্রাণে বিমল সুখে,
বিমল প্রাতে বিমল মুখে,
ফুলের মত অমনি যদি
বিমল হাসি হাসিতে পারি।

দুলিছে, মরি, হরষ-স্রোতে,
অসীম স্নেহে আকাশ হতে
কে যেন তারে খেতেছে চুমো,
কোলেতে তারি পড়িছে লুটে!
কে যেন তারি নামটি ধরে
ডাকিছে তারে সোহাগ করে
শুনিতে পেয়ে ঘুমের ঘোরে
মুখটি ফুটে হাসিটি ফোটে;
শিশুর প্রাণে সুখের মত
সুবাসটুকু জাগিয়া ওঠে।

আকাশপানে চাহিয়া থাকে
না জানি তাহে কি সুখ পায়।
বলিতে যেন শেখেনি কিছু
কি যেন তবু বলিতে চায়।

১৭২