পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ছবি ও গান


একবার চেয়ে দেখি, কোনখানে আছে যে কি,
কোন্ খানে করেছিনু খেলা,
শুকানো এ মালাগুলি, রাখিরে কণ্ঠেতে তুলি,
কখন্ চলিয়া যাবে বেলা।
সেই পুরাতন স্নেহে হাতটি বুলাও দেহে,
মাথাটি বুকেতে তুলে রাখি,
কথা কও নাহি কও, চোখে চোখে চেয়ে রও,
আঁখিতে ডুবিয়া যাক্ আঁখি।


২২৪