পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অনুগ্রহ


বল মোরে, মহাশক্তিময়,
ওই যে জোছনাহাসি, ওই যে তারকারাশি,
আকাশে হাসিয়া ফুটে রয়,
ওকি তব ভালবাসা নয়?
ওকি তব অনুগ্রহ-হাসি
কঠোর পাষাণ-লৌহময়?
তবে হে হৃদয়হীন দেব,
জগতের রাজ-অধিরাজ,
হান তব হাসিময় বাজ,
মহা অনুগ্রহ হ’তে তব
মুছে তুমি ফেলহ আমারে—
চাহিনী থাকিতে এ সংসারে।


কবি হয়ে জন্মেছি ধরায়,
ভালবাসি আপন ভুলিয়া,
গান গাহি হৃদয় খুলিয়া,
ভক্তি করি পৃথিবীর মত,
স্নেহ করি আকাশের প্রায়।
আপনারে দিয়েছি ফেলিয়া,
আপনারে গিয়েছি ভুলিয়া,
যারে ভালবাসি তার কাছে
প্রাণ শুধু ভালবাসা চায়।

৩৯