পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কড়ি ও কোমল পায়ের কাছে একটি লতা বাতাস পেয়ে দোলে মাঠের থেকে বাছুর আসে দেখে নুতন লোক, ঘাড় বেঁকিয়ে চেয়ে থাকে ড্যাবা ভ্যাবা চোখ । কাঠ-বিড়ালী উস্থখুহু আশে পাশে ছোটে, শব্দ পেলে লেজটি তুলে’ চমক খেয়ে ওঠে । মেয়েটি তাই চেয়ে দেখে মত যে সাধ যায়, কোমল গায়ে হাত বুলায়ে চুমো খেতে চায় । সাধ যেতেছে কাঠ-বিড়ালী