পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এই হাসিমুখগুলি হাসি পাছে যায় ভুলি, পাছে ঘেরে আঁধার প্রমাদ ; উহাদের কাছে ডেকে বুকে রেখে কোলে রেখে তোমরা কর গো আশীৰ্ব্বাদ । বল, “হুখে যাও চলে’ ভবের তরঙ্গ দলে,” স্বগ হ’তে আহুক্‌ বাতাস,— সুখ দুঃখ কোরো হুেল সে কেবল ঢেউ-খেলা নাচিবে তোদের চারিপাশ ।”