পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কত বিরহ নিশি নিশি কত রচিব শয়ন আকুল নয়ন রে । নিতি নিতি বনে করিব যতনে কুহুম চয়ন রে । শারদ যামিনী হইবে বিফল বসন্ত যাবে চলিয়া । উদিবে তপন, আশার স্বপন প্রভাতে যাইবে ছলিয়া । যৌবন কত রাখিব বধিয়া, মরিব কাদিয়া রে । চরণ পাইলে মরণ মাগিব সাধিয়া সাধিয়া রে । কণর পথ চাহি’ এ জনম বাহি” কার দরশন যাচি রে । তাসিবে বলিয়া কে গেছে চলিয়া তাই অামি বসে’ তা ছি রে > o. o