পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষণিক মিলন আকাশের দুইদিক হ’তে দুইখানি মেঘ এল ভেসে, দুইখানি দিশহারা মেঘ—কে জানে এসেছে কোথা হ’তে । সহসা থামিল থমকিয়া আকাশের মাঝখানে এসে । দোহাপানে চাহিল দুজনে চতুর্থার চাদের তালোতে । ক্ষীণালোকে বুঝি মনে পড়ে তুই অচেনার চেনা-শোনা, মনে পড়ে কোন ছায়া-দ্বাপে, কোন কুহেলিকা-ঘেরা দেশে, কোন সন্ধ্যা-সাগরের কূলে দুজনের ছিল আনাগোন। মেলে দোহে তবুও মেলে না তিলেক বিরহ রহে মাঝে, চেনা বলে মিলিবারে চায়, অচেনা বলিয়া মরে লাজে । মিলনের বাসনার মাঝে আধখানি চাদের বিকাশ– দুটি চুম্বনের ছোয়াছুয়ি, মাঝে যেন সরমের হাস, দুখানি অলস আঁখি-পাত, মাঝে সুখ-স্বপন আভাস । দোহার পরশ লয়ে’ দোহে ভেসে গেল, কহিল ন কথা, বলে’ গেল সন্ধ্যার কাহিনী, লয়ে গেল উষার বারতা । ృ ) J)