পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্তন ( > ) নারীর প্রাণের প্রেম মধুর কোমল বিকশিত যৌবনের বসন্ত সমীরে কুস্থমিত হয়ে’ ওই ফুটেছে বাহিরে, সৌরভ সুধায় করে পরাণ পাগল । মরমের কোমালত তরঙ্গ তরল উথলি উঠেছে যেন হৃদয়ের তীরে । কি যেন বাশির ডাকে জগতের প্রেমে বাহিরিয়া আসিতেছে সলাজ হৃদয় ; সহসা তালোতে এসে গেছে যেন থেমে সরমে মরিতে চায় অঞ্চল আড়ালে । প্রেমের সঙ্গীত যেন বিকশিয়া রয়, উঠিছে পড়িছে ধীরে হৃদয়ের তালে। হের গো কমলাসন জননী লক্ষীর— হের নারী-হৃদয়ের পবিত্র মন্দির । > > Q