পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হৃদয়-আকাশ তামি ধরা দিয়েছি গো আকাশের পার্থী নয়নে দেখেছি তব নুতন আকাশ । দুখনি তাঁখির পাতে কি রেখেছ ঢাকি হাসলে ফুটিয়া পড়ে উষার আভাস । হৃদয় উড়িতে চায় হোথায় একাকী আঁখি-তারকার দেশে করিবারে বাস । ওই গগনেতে চেয়ে উঠিয়াছে ডাকি? হোথায় হারাতে চায় এ গীত-উচ্ছাস । তোমার হৃদয়াকাশ অসীম বিজন— বিমল নীলিমা তা’র শান্ত সুকুমার, যদি নিয়ে যাই ওই শূন্য হয়ে পার আমার দুখানি পাখী কনক বরণ, হৃদয় চাতক হয়ে চাবে আশ্রদ্ধার, হৃদয় চকোর চাবে হাসির কিরণ । >ミ>