পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মরীচিকা এস, ছেড়ে এস, সখি, কুহুম-শয়ন । বাজুক কঠিন মাটি চরণের তলে । কতবা করিবে অরি বসিয়া বিরলে আকাশ-কুহুমবনে স্বপন চয়ন ? দেখ ওই দূর হতে আসিছে ঝটিকা, স্বপুরাজ্য ভেসে যাবে খর অশ্রমজলে । দেবতার বিদ্যুতের অভিশাপ-শিখা দহিবে তাঁধার নিদ্রা বিমল অনলে । চল গিয়ে থাকি দোহে মানবের সাথে, স্থখ দুঃখ লয়ে’ সবে গাপিছে আলয়, হাসি কান্না ভাগ করি’ ধরি হাতে হাতে ংসার-সংশয়-রাত্রি রহিব নির্ভয় । সুখ-রৌদ্র-মরীচিকা নহে বাসস্তান, মিলায় মিলায় বলি’ ভয়ে কাপে প্ৰাণ । >\○レー