পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুরাতন হেথা হ’তে যাও, পুরাতন ! হেথায় নূতন খেলা আরম্ভ হয়েছে। আবার বাজিছে বাশি, আবার উঠিছে হাসি, বসন্তের বাতাস বয়েছে । সুনীল আকাশপরে শুভ্ৰ মেঘ থরে থরে শ্রান্ত যেন রবির আলোকে— পার্থীরা ঝাড়িছে পাখা, কঁাপিছে তরুর শাখা, খেলাইছে বালিকা বালকে । সমুখের সরোবরে আলো ঝিকিমিকি করে— ছায়া কঁাপিতেছে থরথর,— জলের পানেতে চেয়ে ঘাটে বসে আছে মেয়ে— শুনিছে পাতার মরমর । কি জানি কত কি আশে চলিয়াছে চারি পাশে কত লোক কত সুখে দুখে, সবাই ত ভুলে আছে— কেহ হাসে কেহ নাচে, —তুমি কেন দাড়াও সমুখে ? বাতাস যেতেছে বহি? তুমি কেন রহি রহি তা’রি মাঝে ফেল দীর্ঘশ্বাস ? স্থদূরে বাজিছে বাঁশি, তুমি কেন ঢাল আসি’ তা’রি মাঝে বিলাপ উচ্ছাস ? 8