পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বপুরুদ্ধ নিস্ফল হয়েছি আমি সংসারের কাজে, লোকমাঝে আঁখি তুলি’ পারি না চাহিতে ভাসায়ে জীবন-তর সাগরের মাঝে, তরঙ্গ ল ওলন করি’ পারি না বাহিতে । পুরুষের মত যত মানবের সাথে যোগ দিতে পারিনাকো লয়ে” নিজ বল, সহস্ৰ সঙ্কল্প শুধু ভরা তই হাতে বিফলে শুকায় যেন “লক্ষণের ফল’ । অামি গাথি তাপনার চারিদিক ঘিরে সূক্ষম রেশমের জাল কীটের মতন । মগ্ন থাকি আপনার মধুর তিমিরে, দেখি না এ জগতের প্রকা ণ্ড জীবন ? কেন আমি আপনার অন্তরালে থাকি, মুদ্রিত পাতার মাঝে কাদে অন্ধ আঁখি । f >Q>