পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাগিবার চেষ্ট মা কেহ কি আছ মোর, কাছে এস তবে পাশে বসে’ স্নেহ করে’ জাগাও আমায় । স্বপ্নের সমাধি মাঝে বাচিয়া কি হবে, যুঝিতেছি জাগিবারে,—আঁখি রুদ্ধ ভায় ! ডেকো না ডেকো না মোরে ক্ষুদ্রতার মাঝে, স্নেহময় তালিস্তেতে রেখো না বাধিয়া, আশীৰ্ব্ববাদ করে মোরে পাঠাও গো কাজে, পিছনে ডেকো না তার কাতরে কাদিয়া । মোর বলে কাহারেও দেব না কি বল, মোর প্রাণে পাবে না কি কেহ নব প্রাণ ? করুণা কি শুধু ফেলে নয়নের জল, প্রেম কি ঘরের কোণে গাহে শুধু গান ? তবেই ঘুচিবে মোর জীবনের লাজ যদি মা করিতে পারি কারো কোনো কাজ । >Q○