পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কড়ি ও কোমল মানবের মত ধরিয়া আকার, কেনরে কীটের পারা ? আছে ইতিহাস আছে কুলমান, আছে মহত্ত্বের খনি, পিতৃপিতামহ গেয়েছে যে গান, শোন তা’র প্রতিধ্বনি খুজেছেন তারা চাহিয়া আকাশে গ্ৰহতারকার পথ— জগৎ ছাড়ায়ে আসামের আশে উড়াতেন মনোরথ । চাতকের মত সত্যের লাগিয় তুমিত আকুল প্রাণে, দিবস রজনী ছিলেন জাগিয়া চাহিয়া বিশ্বের পানে । তবে কেন সবে বধির তেগায়, কেন অচেতন প্রাণ, বিফল উচ্ছাসে কেন ফিরে যায় বিশ্বের আহবান গান । মহত্ত্বের গাথা পশিতেছে কানে, কেনরে বুঝিনে ভাষা ? > ዓ8