পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোকিল কুহু তানে ডেকে আনে বধুরে, নিবিড় শীতলতা তরুলতা গহনে । আকাশে চাহিতাম গাহিতাম একাকী, মনের যত কথা ছিল সেথা লেখা কি ? দিবস নিশি ধরে ধ্যান করে? তাহারে নীলিমা-পরপর পাব তা’র দেখা কি ? তটিনী অনুখণ ছোটে কোন পাথারে, আমি যে গান গাই তারি ঠাই শেখ কি ? مي বিরহে তারি নাম শুনিতাম পবনে, তাহারি সাথে থাক মেঘে ঢাকা ভবনে । পাতার মরমর কলেবর করষে ; তাহারি পদ ধ্বনি যেন গণি কাননে । মুকুল হুকুমার যেন তা’র পরশে, قيد চাদের চোখে ক্ষুধা তারি সুধী স্বপনে । করুণ। অনুখণ প্রাণমন ভরিত, ঝরিলে ফুলদল চোখে জল ঝরিত । পবন ভক্ত করে করিতরে হাহাকার, ধরার তরে যেন মোর প্রাণ ঝুরিত ! হেরিলে দুখে শোকে কারে চোখে আঁখিধার, তোমারি আঁখি কেন মনে যেম পড়িত !