পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংশয়ের আবেগ ভালবাস’, কি না বাস বুঝিতে পারিনে, তাই কাছে থাকি । তাই তব মুখপানে রাখিয়াছি মেলি’ সলর্ব গ্রাসী আঁখি । তাই সারা রাত্রিদিন শ্রান্তি তৃপ্তি নিদ্রাহীন করিতেছি পান যতটুকু হাসি পাই, যতটুকু কথা, যতটুকু গান । তাই কভু ফিরে যাই, কভু ফেলি শ্বাস, কৰ্ভু ধরি হাত, কখনো কঠিন কথা, কখনো সোহাগ, কৰ্ভু আশ্রপাত ; তুলি ফুল দেব বলে', ফেলে দিই ভূমিতলে করি’ খান খান । কখনো আপন মনে আপনার সাথে করি অভিমান । o Bج