পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপকথা মেঘের আড়ালে বেলা কখন যে যায়, বৃষ্টি পড়ে সারাদিন থামিতে না চায় । আৰ্দ্ৰ-পাখ পাখাগুলি গীত গান গেছে ভুলি’, নিস্তব্ধ ভিজিছে তরুলতা। বসিয়া তাধার ঘরে বরষার ঝরঝরে মনে পড়ে কত উপকথা । কতু মনে লয় হেন এ সব কাহিনী যেন সত্য ছিল নবান জগতে । উড়ন্ত মেঘের মত ঘটনা ঘটিত কত, ংসার উড়িত মনোরথে । রাজপুত্র অবহেলে কোন দেশে যেত চলে’ কত নদা কত সিন্ধু পার । সরোবর ঘাট আল মণি হাতে নাগবালা বসিয়া বাধিত কেশভার । সিন্ধুতীরে কত দূরে কোন রাক্ষসের পুরে ঘুমাইত রাজার ঝিয়ারি । হাসি তা’র মণিকণা কেহ তাহা দেখিত না, মুকুত ঢালিত আশ্রবারি। У о