পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জানি যদি ভালবাস’ চির-ভালবাসা. জনমে বিশ্বাস, যেথা তুমি যেতে বল সেথা যেতে পারি, ফেলিনে নিশ্বাস । তরঙ্গিত এ হৃদয়, তরঙ্গিত সমুদয় বিশ্ব চরাচর মুহুর্তে হইবে শান্ত, টলমল প্রাণ পাইবে নির্ভর } বাসনার তীব্র জল দূর হয়ে যাবে, যাবে অভিমান, হৃদয়-দেবতা হবে, করিব চরণে পুষ্প অৰ্ঘ্য দান । দিবানিশি আবিরল লয়ে’ শ্বাস আ শ্র জল লয়ে’ হাতে তাশ চির ক্ষুধাতৃষা লয়ে’ আঁখির সম্মুখে করিব না বসি । তোমার প্রেমের ছায়। আমারে ছাড়ায়ে পড়িবে জগতে, I মধুর আঁখির আলো পড়িবে সতত ংসারের পথে । ミobr