পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাল ও সেকাল বর্ষা এলায়েছে তার মেঘময় বেণী । গাঢ় ছায়া সারাদিন, মধ্যাহ্ন তপনলীন, দেখায় শ্যামলতর শ্যাম বনশ্রেণী । আজিকে এমন দিনে শুধু পড়ে মনে সেই দিব-অভিসার পাগলিনী রাধিকার, না জানি সে কবেকার দুর বৃন্দাবনে । সেদিনো এমনি বায়ু রহিয়া রহিয়া । এমনি অশ্রান্ত বৃষ্টি, এমনি কাতর তায় রমণীর তিয়া । বিরহিণী মৰ্ম্মে মরা মেঘমন্দ্র স্বরে ; নয়নে নিমেষ নাহি, গগনে রহিত চাহি’, আঁকিত প্রাণের আশা জল P দের স্তরে ミ> 8