পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাল ও সেকাল চাহিত পথিকবধূ শূন্য পথপানে । মল্লার গাহিত কা’রা, ঝরিত বরষাধারা, নিতান্ত বাজিত গিয়া কাতর পরাণে । যক্ষনারা বাণা কোলে ভূমিতে বিলীন ; বক্ষে পড়ে রুক্ষ কেশ, অযত্ন-শিথিল বেশ ; সেদিনো এমনিতর অন্ধকার দিন । সেই কদম্বের মূল, যমুনার তীর, সেই সে শিখীর নৃত্য এখনো হরিছে চিত্ত, ফেলিছে বিরহছায়া শ্রাবণতিমির । আজো আছে বৃন্দাবন মানবের মনে । শরতের পূর্ণিমায় শ্রাবণের বরিষায় উঠে বিরহের গাথা বনে উপবনে । ミ>○