পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মানসী নিস্তব্ধ মধ্যাহ্নে তাই অতীতের মাঝে ধাই, শুনিয়া আকুল কুহুরব । বিশাল মানবপ্রাণ মোর মাঝে বর্তমান, দেশকাল করি’ অভিভব । অতীতের দুঃখ সুখ, দুরবাসী প্রিয়মুখ, শৈশবের স্বপ্নশ্রুত গান, ওই কুহুমন্ত্রবলে জাগিতেছে দলে দলে লভিতেছে নুতন পরাণ । ২২শে বৈশাখ, ১৮৮৮ ミ")と。