পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পত্র ( বাসস্থানপরিবর্তন উপলক্ষ্যে ) বন্ধুবর, দক্ষিণে বেঁধেছি নাড়, চুকেছে লোকের ভিড়, বকুনার বিড় বিড় গেছে থেমে-থুমে । আপনারে করে জড় কোণে বসে আছি দড়, আর সাধ নেই বড় আকাশ-কুম্ভমে । সুখ নেই আছে শান্তি, ঘুচেছে মনের ভ্রান্তি, “বিমুখী বান্ধব যান্তি" বুঝিয়াছি সার ; কাছে থেকে কাটে সুখে গল্প ও গুড়ক ফুকে গেলে দক্ষিণের মুখে দেখা নেই আর । কাজ কি এ মিছে নাট, তুলেছি দোকান-হাট, গোলমাল চণ্ডীপাঠ আছি ভাই ভুলি । তবু কেন খিটিমিটি, মাঝে মাঝে কড়া চিঠি, থেকে থেকে দু-চারিটি চোখাচোখ বুলি । “পেটে খেলে পিঠে সয়” এই ত প্রবাদে কয়, ভুলে যদি দেখা হয় তবু সয়ে থাকি । S○ー