পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিন্ধুতরঙ্গ নাই তুমি,ভগবান, নাই দয়, নাই প্রাণ, জড়ের বিলাস ! ভয় দেখে ভয় পায়, শিশু কাদে উভরায় ; নিদারুণ হায় হায় থামিল চকিতে । নিমেয়েই ফুরাইল, কখন জীবন ছিল কখন জীবন গেল নারিল লখিতে । যেনরে একই ঝড়ে নিবে গেল একত্তরে শত দীপ-আলো, চকিতে সহস্র গুহে আনন্দ ফুরালো । প্রাণহীন এ মত্ততা না জানে পরের ব্যথা, না জানে আপন । এর মাঝে কেন রয় ব্যথা-ভরা স্নেহময় মানবের মন ? ম। কেনরে এইখানে, শিশু চায় তা’র পানে, ভাই সে ভায়ের টানে কেন পড়ে বুকে ? মধুর রবির করে কত ভালবাসাভরে কত দিন খেলা করে কত সুখে দুখে ! কেন করে টলমল দুটি ছোট অশ্রািজল, সকরুণ আশা ? দীপশিখা সম কাপে ভীত ভালবাসা ! ミ8Q