পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মানসী তুমি আছ কোথা গিয়া, আমি আছি শূন্ত হিয়া, কোথায় বা সে তাকিয়া শোকতাপহরা ! সে তাকিয়া—গল্পগীতি সাহিত্যচর্চার স্মৃতি কত হাসি কত প্রতি কত তুলে-ভরা ! কোথায় সে যদুপতি, কোথা মথুরার গতি, অথ, চিন্তা করি ইতি কুরু মনস্থির, মায়াময় এ জগৎ নহে সৎ নতে সS. যেন পদ্মপত্রবৎ, তদুপরি নীর। অতএব ত্বরা করে? উত্তর লিখিবে মোরে, সৰ্ব্বদা নিকটে ঘোরে কাল সে করাল ! (সুধী তুমি ত্যজি’ নীর গ্রহণ করিয়ে ক্ষার) এই তত্ত্ব এ চিঠির জানিয়ো ।noral । শ্রাবণ, ১৮৮৭ {