পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নারীর উক্তি মনে আছে সেই একদিন প্রথম প্রণয় সে তখন । বিমল শরতকাল, শুভ্র ক্ষীণ মেঘজাল, মুক্ত শাত বায়ে স্নিগ্ধ রবির কিরণ। কাননে ফুটিত শেফালিকা, পরিপূর্ণ সুরধুনা, কুলকুলু ধ্বনি শুনি, পরপারে বনশ্রেণী কুয়াশা-আকুল । তামা-পানে চাহিয়ে, তোমার তাঁাখিতে কাপিত প্রাণখানি । তানন্দে বিষাদে মেশা সেই নয়নের নেশা তুমি ত জান না তাহা—আমি তাহ জানি ! সে কি মনে পড়িবে তোমার— সহস্ৰ লোকের মাঝখানে যেমনি দেখিতে মোরে, কোন আকর্ষণ-ডোরে আপনি আসিতে কাছে জ্ঞানে কি অজ্ঞানে । ミ○○