পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুরুষের উক্তি মেদিন সে প্রথম দেখিলু সে তখন প্রথম যৌবন । প্রথম জীবন-পথে বাহিরিয়া এ জগতে কেমনে বাধিয়া গেল নয়নে নয়ন । তখন উষার তাধ’ তালে। পড়েছিল মুখে দু’জনার, তখন কে জানে কারে, কে জানিত আপনারে, কে জানিত সংসারের বিচিত্র ব্যাপার ! কে জানিত শ্রান্তি তৃপ্তি ভয়, কে জানিত নৈরাশ্য-যাতনা, কে জানিত শুধু ছায়৷ যৌবনের মোহমায়া, আপনার হৃদয়ের সহস্ৰ ছলনা ! তাখি মেলি যারে ভালো লাগে তাহারেই ভালো বলে’ জানি । সব প্রেম প্রেম নয় ছিল না ত সে সংশয়, যে আমারে কাছে টানে তা’রে কাছে টানি । ૨G:ક્ષે