পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেখ, আমি 한<경 (2지 বনের ভালবাসা আঁধারে বসি’ কুসুমে আপনারে বিকাশে । তারকা নিজ হিয়া তুলিছে উজলিয়া আপন আলো দিয়া লিখা সে । প্রেমের আঁখি প্রেম কাড়িতে চাহে মোহন রূপ তাই ধরিছে । আমি যে আপনায় ফুটাতে পারি নাই পরাণ কেঁদে তাক্ট মরিছে । আপন মধুরতা আপনি জানি পরাণে আছে যাহা জাগিয়া, তাহারে লয়ে সেথা দেখাতে পারিলে তা” যেত এ ব্যাকুলত ভাগিয়া । রূপসী নহি, তবু আমারো মনে প্রেমের রূপ সেত সুমধুর। ধন সে যতনের শয়ন স্বপনের করে সে জীবনের তমোদূর । ২৯১