পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আঁখির সহিতে তাঁখির পিপাসা লোপ কর একেবারে । ইন্দ্রিয় দিয়ে তোমার মূৰ্ত্তি পশেছে জীবন-মূলে, এই ছুরি দিয়ে সে মৃরতিখানি কেটে কেটে ল ও তুলে’ ! তারি সাথে হায় তাধারে মিশাবে নিখিলের শোভা যত, লক্ষমা যাবেন, তারি সাথে যাবে জগত চায়ার মত । যাক, তাই যাক ! পারিনে ভাসিতে কেবলি মূরতি-স্রোতে ! লহ মোরে তুলে’ আলোক-মগন মৃরতি ভুবন ত’তে ! তাখি গেলে মোর সীমা চলে’ যাবে একাকী অসীম ভরা, আমারি তাঁধারে মিলাবে গগন মিলাবে সকল ধরা ।