পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শান্তিরূপিণী এ মৃরতি তব অতি অপুলল সাজে অনলরেখায় ফুটিয়া উঠিলে অনন্ত নিশি মাঝে । চৌদিকে তব নুতন জগৎ আপনি স্বজিত হবে, এ সন্ধ্যা-শোভা তোমারে ঘিরিয়া চিরকাল জেগে র”বে । এই বত{য়ন, ওই চাপ গাছ, চিরদিন যালে দেখা ! সে নব জগতে কাল-স্রোত নাই, পরিবর্তন নাহি, তাজি এই দিন তান নন্ত চয়ে” চিরদিন র’বে চাহি । তবে তাই হোক, তোয়ো না বিমুখ, দেবি, তাতে কিবা ক্ষতি । হৃদয়-আকাশে থাক ন জাগিয়া দেহহীন তব জ্যোতি ।