পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিন্দুমে প্রতি নিবেদন প্রেম দিলে সবে নিকটে আসিবে তোমারে আপন জেনে । কিন্তু জানিয়ো আলোক কখনো থাকে না ত ছায়া বিনা, ঘৃণার টানেও কেহ বা আসিবে ; তুমি করিয়ো না ঘৃণা ! এতই কোমল মানবের মন এমনি পরের বশ, নিষ্ঠুর বাণে সে প্রাণ বাথিতে কিছুই নাহিক যশ । তীক্ষ হাসিতে বাহিরে শোণিত, বচনে অশ্র উঠে, নয়নকোণের চাহনি-ছুরিতে মৰ্ম্মতন্তু টুটে । সাস্তুনা দেওয়া নহে ত সহজ দিতে হয় সারা প্রাণ, মানবমনের অনল নিভাতে আপনারে বলিদান । ঘৃণা জ্বলে’ মরে আপনার বিষে, রহে না সে চিরদিন, ৩৩৭