পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মানসী কত মত পরিয়া মুখোষ মাগিছ সবার পরিতোষ । মিছে হাসি আন দাতে, মিছে জল আঁখিপাতে, তবু তা’র ধরে কত দোষ । মন্দ কহিছে কেহ বসে’, কেহ বা নিন্দা তব ঘোষে । জুলিয়া মরিছ মিছে রোষে । মূখ দস্তুভরা দেহ তোমারে করিয়া যায় স্নেহ । হাত বুলাইয়া পিঠে কথা বলে মিঠে মিঠে সাবাস সাবাস বলে কেহ । হায় কবি এত দেশ ঘুরে’ আসিয়া পড়েছ কোন দূরে ! এ যে কোলাহল-মরু, নাই ছায়া, নাই তরু, যশের কিরণে মর পুড়ে’ ! ૭8 ૨