পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গুরু গোবিন্দ “বন্ধু, তোমরা ফিরে যাও ঘরে এখনো সময় নয় । * নিশি অবসান, যমুনার তীর, ছোট গিরিমালা, বন সুগভীর ; গুরু গোবিন্দ কহিলা ডাকিয়া অনুচর গুটি ছয় । যা ও রামদাস, যা ও গে। লেহারী, সাহু ফিরে যাও তুমি ! দেখায়ো না লোভ, ডাকিয়ো না মোরে ব্যাপায়ে পড়িতে কৰ্ম্মসাগরে, ফিরায়েছি মুখ, রুধিয়াছি কান, লুকায়েছি বনমাঝে । সুদূরে মানব-সাগর অগাধ, চির-ক্রন্দিত উৰ্ম্মি-নিনাদ, হেথায় বিজনে রয়েছি মগন আপন গোপন কাজে । ○8\ご