পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনন্দে যারা চলিতে চাহিছে চিড়ি’ অসত্য-পাশ, ঘর হ’তে বসি’ করিছ তাদের উপহাস পরিস্কাস । এতদুরে এনে ফিরিয়া দাড়ায়ে হাসিছ নিঠর হাসি, চিরজীবনের প্রিয়তম ব্রত চাহিছ ফেলিতে নাশি’ । তোমরা আনিয়া প্রাণের প্রবাহ ভেঙেছ মাটির আল, তোমরা আবার তানিছ বঙ্গে উজান স্রোতের কাল । নিজের জীবন মিশায়ে, যাহারে আপনি তুলেছ গড়ি’ হাসিয়া হাসিয়া আজিকে তাহারে ভাঙিছ কেমন করি’ ? তবে সেই ভালো, কাজ নেই তবে, তবে ফিরে যাওয়া যাক ! গৃহকোণে এই জীবনআবেগ করি বসে’ পরিপাক । সানাই বাজিয়ে ঘরে নিয়ে আসি আট বরষের বধূ, SN2X